ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ইয়েমেনের মারিব প্রদেশে জাতিসংঘ স্বীকৃত সরকারের সামরিক ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৯ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
উত্তরাঞ্চলীয় জাফরা এলাকায় সশস্ত্র হাউতি বিদ্রোহীদের ঘাঁটি ভেবে, বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে জোটের পক্ষ থেকে এখন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঁচ বছর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা। পরে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। চলমান সংঘাতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ মারা গেছেন। ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে দেড়কোটিরও বেশি ইয়েমেনি।