ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: গাজায় ইসরায়েলি ইহুদি বর্বরতায় আরও তিন ফিলিস্তিনির মৃত্যু নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে শিশুই ৬৩ জন
স্থানীয় সময় বুধবার (১৯ মে) সকালে বিমান থেকে মধ্যগাজার একটি আবাসিক ভবন লক্ষ্য করে বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
গাজার স্থানীয় ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, গত ১০ মে শুরু হওয়াএই হামলায় আরও তিনজন আহত হয়েছেন।
এদিকে, ইসরায়েলি এসব হামলার জবাবে রকেট হামলা অব্যাহত রেখেছে প্রতিরোধ আন্দোলনগুলো। এসব রকেটে এক ভারতীয় নারীসহ অন্তত ১২ ইসরায়েলি নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই ইসরায়েলি শিশুও রয়েছে।