ভালো ফলাফল অর্জনের জন্য ২১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছে ঢাকার বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গতকাল বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০২২ সালের গ্রীষ্মকালীন সেমিস্টার থেকে ২০২৩ সালের বসন্তকালীন সেমিস্টারে উত্তীর্নদের মধ্যে এই বৃত্তি দেওয়া হয়েছে; বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেশিরভাগই নারী বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে বৃত্তির সনদ হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা কাজ করছে এবং এ কারণেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্খিত সংঘর্ষের মতো ঘটনাগুলো ঘটছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে স্থিরতা আনতে সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এতে সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. জিয়াউল হক মামুন উপস্থিত ছিলেন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে মেধাবৃত্তি পেল ২১৭ শিক্ষার্থী
আজনিউজ২৪ :
0 Views