সাউথ আফ্রিকায় বসবাসরত হিপ-হপ শিল্পী জুয়েল চৌধুরী বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “সংগীত মানুষের বিনোদনের জন্য—সংগীত কোনভাবেই ধর্ম হতে পারে না।”
জুয়েল চৌধুরী আরও বলেন, “কোনো সংগীতে কোনো ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া কখনো গ্রহণযোগ্য নয়। ইস্টার্ন বা ওয়েস্টার্ন, ক্লাসিক, হিপ-হপ—যে ধারার গানই হোক না কেন, তা দিয়ে ধর্মকে আঘাত করার অধিকার কারও নেই।”
তিনি বলেন, “মুসলিম দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করলে তা মেনে নেওয়া যায় না। ধর্ম মানুষের পরিচয়ের প্রথম অংশ, তারপর আসে সংগীত। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো অন্য ধর্মাবলম্বীদের আঘাত করতে শেখায় না।”
জুয়েল আরও বলেন, “আমাদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত আনলে আমরা তা মেনে নেব না। আবুল সরকারের মতো শিল্পীদের অবিবেচনাপ্রসূত কথাবার্তা ও কর্মকাণ্ড বর্জন করা উচিত।”
জানা যায়, জুয়েল চৌধুরী সাউথ আফ্রিকার একজন বাংলাদেশি হিপ-হপ শিল্পী। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘শো মি দা মানি’, ‘সারাব’, ‘নিগা এস্টেজ’। তিনি সাউথ আফ্রিকার বিখ্যাত শিল্পী এসজাবা, এমটি-সহ একাধিক পরিচিত শিল্পীর সঙ্গে গান করেছেন।

