নরসিংদী প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি সভাপতি এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী আর বেঁচে নেই। তিনি সোমবার রাত সাড়ে আটটায় ঢাকার কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সহ বহু সংখ্যক রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা আব্দুল লতিফ নিজামীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নরসিংদী রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সকালে নিজামীর মরদেহ নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর গ্রামের নিজ বাড়িতে নিয়ে এলে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তাকে শেষবারের মতো দেখার জন্য বাড়িতে ভিড় জমায়। সকাল সাড়ে নয় টায় মুন্সেফেরচর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সার্বিক সহযোগিতায় নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত জানাজায় বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির নেতাকর্মীসহ নরসিংদীর ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা মাওলানা আব্দুল লতিফ নেজামীর শিবপুরের নিজ গ্রামের বাড়ীতে দাফন সম্পন্ন
ঢাকা
0 Views