পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কেন্দ্রে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (৯ অক্টোবর) বিকেলে সেনচুরাস মলে আগুন লাগে। এরপর তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। খবর ডন।
ইসলামাবাদ ক্যাপিটাল ডেভেলপaমেন্ট অথোরিটি (সিডিএ) জানিয়েছে, অগ্নি নির্বাপক বাহিনী, পাকিস্তান নৌবাহিনী, বিমানবাহিনী ও বিশেষ উদ্ধারকারীর সমন্বিত অভিযানে মাত্র দুই ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।
এর আগে ডননিউজটিভি এক প্রতিবেদনে জানায়, আগুন লাগার পর বহুতল ভবনটির আবাসিক অ্যাপার্টমেন্টগুলো খালি করে ফেলা হয়। এরপর অগ্নি নির্বাপক বাহিনী আগুন নেভাতে জোর চেষ্টা শুরু করে।
অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ডন। তাতে দেখা যায়, ৩৬ তলা ভবনটির নিচের অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুন থেকে সৃষ্ট ধোয়া কুণ্ডলি পাকিয়ে ভবনের গা ঘেষে আকাশে উঠে যাচ্ছে। আর এদিকে অগ্নি নির্বাপক বাহিনী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
রাজধানী জিন্নাহ এভিনিউতে অবস্থিত সেনচুরাস শপিং মলের পাশ দিয়েই বড় রাস্তা। আগুন লাগলেও রাস্তা দিয়ে তখনও গাড়ি চলছিল। ইসলামাবাদ পুলিশ বলেছে, আগুন নেভানোর কাজ শেষ হলে ভবনটি বন্ধ করে দেয়া হবে।