ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: জর্দান নদীর পশ্চিমতীর, গাজা উপত্যকা বা ফিলিস্তিনের অন্য যে কোনো স্থানে সংঘাতের ঘটনায় ইসরায়েলের একক আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। তারা আরও জানিয়েছে ফিলিস্তিনিরাও এখন তেল আবিবকে দাঁতভাঙা জবাব দিচ্ছে।
শুক্রবার (১৪ মে ) স্থানীয় সময় বিকেলে হামাসের মুখপাত্র ফৌজি বারহুম এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি জনগণের মধ্যে যে ঐক্য ও সংহতির বন্ধন গড়ে উঠেছে এ ঘটনায় তা প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, এবারের সংঘাত শুরু হয়েছে পশ্চিম তীরের বায়তুল মুকাদ্দাসের অধিবাসী ফিলিস্তিনিদের সমর্থনে গাজা থেকে ইসরায়েলবিরোধী হামলার মাধ্যমে। ইসরায়েলকে ধ্বংস করার আন্দোলনে সমগ্র ফিলিস্তিনবাসীর একসঙ্গে ঝাঁপিয়ে পড়া উচিত বলেও মনে করেন তিনি।
সূত্রঃ পার্সটুডে