স্বশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর সহিংস সংঘর্ষের মাঝে ইসরায়েলের পক্ষ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। রোববার (৮ আগস্ট) তিনি বলেন, ‘স্বশস্ত্র হামলার প্রতিরোধ ও আত্মরক্ষার স্বার্থে সব ধরনের সামরিক পদক্ষেপ নেয়ার অধিকার রয়েছে ইসরায়েলের।’ খবর টাইমস অব ইসরায়েল।
শনিবার (৭ অক্টোবর) ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস আকস্মিক হামলা শুরু করে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা হামাসের এই হামলায় আহত হয়েছেন ইসরায়েলসহ আরও কয়েক দেশের দুই হাজারের বেশি নাগরিক। রোববার ইসরায়েলের গণমাধ্যমের বরাতে এখবর প্রকাশ করেছে বিবিসি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সীমান্তে বসবাসকারীদের ওপর হামাসের হামলায় রোববার মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।
এদিকে, হামাস কর্তৃপক্ষ জানিয়েছে , গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে লড়াই শুরু হওয়ার পর ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। সীমান্তে এই সংঘর্ষ দ্বিতীয় দিনের মতো চলছে। হাজার হাজার রকেট নিক্ষেপের পর স্থল, সমুদ্র এবং আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। এতে এ পর্যন্ত ৬০০ জনের অধিক নিহত ও ২ হাজারের অধিক আহত হয়েছে। একই সঙ্গে হামাস সেনারা অসংখ্য ইসরায়েলিদের জিম্মি করে গাজায় নিয়েছে।
নেতানিয়াহুকে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের প্রতিরক্ষার অধিকার অবিসংবাদিত। সন্ত্রাসবাদ সবসময় অপরাধ, শুধু একটি দেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, সমগ্র মানবতার বিরুদ্ধে। বিশ্বকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে…যাতে সন্ত্রাসবাদ কারও জীবন কেড়ে নিতে না পারে।
সেই সঙ্গে ইসরায়েলে অবস্থানরত ইউক্রেনীয়দের সাহায্যের জন্য একটি বিশেষ বিভাগ স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন জেলেনস্কি।