চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব লোগাগাড়া-সাতকানিয়ার ব্যানারে শিক্ষার্থীরা। এসময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নিষিদ্ধের দাবি জানানো হয়। এছাড়াও টিএসসি এলাকায় আলিফের গায়েবানা জানাজার আয়োজন করেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘স্বৈরাচারের সঙ্গী, ইসকন তুই জঙ্গি’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে একজন দেশপ্রেমিক আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইসকন বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তাই অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ নাজুক পরিস্থিতি অতিবাহিত করছে। এমতাবস্থায় জল ঘোলা করে মাছ শিকারের তৎপরতা চালাচ্ছে ফ্যাসিবাদীর দোসর ও ভারতের দালালেরা। এই ষড়যন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হতে দিবে না।
প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে।