ইন্টারন্যাশনাল ডেস্ক,এইউজেডনিউজ২৪: ইরান ইস্যুতে এবার সরাসরি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে জার্মানি। ইরানকে সর্বোচ্চ চাপে রাখার মার্কিন নীতির নিন্দাও জানিয়েছে দেশটি।
রোববার (১৯ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস এ নিন্দা জানান।
তিনি বলেন, ইরানকে সর্বোচ্চ চাপে রাখার মার্কিন নীতির ভবিষ্যৎ ভালো নয়। এ ধরণের নীতি অতীতে খারাপ ফলাফল নিয়ে এসেছে।
হাইকো মাস বলেন, বাইরে থেকে চাপ দিয়ে ইরানের সরকার পরিবর্তন করলে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে মনে করার কিছু নেই। অতীতে যেমন ইরাকে তার ফলাফল খারাপ হয়েছে।
জার্মান পত্রিকা বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ সমালোচনা করেছেন বলে ডয়চে ভেলে জানিয়েছে।