ইন্টারন্যাশনাল ডেস্ক,আজনিউজ২৪: তুষারপাতের কবলে পড়ে ইরানে ১১ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে আলবর্জ পর্বতমালায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও পর্বতারোহীদের প্রশিক্ষক রয়েছেন। এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আরো ৭ জনের সন্ধান পাওয়া যায়নি।
ঝুঁকিপূর্ণ জায়গায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে রেড ক্রিসেন্টের ২০ সদস্যের একটি দল। ভারী তুষারপাতের কারণে শনিবার (২৬ ডিসেম্বর) থেকে অভিযান স্থগিত করা হয়। রোববার আবারো তল্লাশি চালানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছে দেশটির সরকার।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সেখানকার ক্যাবল কার ভেঙে যাওয়ার কারণে উঁচু রিসোর্টে আটকা পড়েন শতাধিক মানুষ। তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত আলবর্জ পর্বতমালা দেশটির পর্বতারোহীদের জন্য বেশ পছন্দের।
সূত্র: সময় টিভি