ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাস্ক জেলার একটি থানায় সন্ত্রাসী হামলায় অন্তত ১১ পুলিশ নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে এই হামলার ঘটনা ঘটে।
প্রদেশটির ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতির বরাত দিয়ে সংবাদসংস্থা আনাদুলু জানিয়েছে, ভোররাতে জেলা পুলিশের প্রধান কেন্দ্রে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এই কর্মকর্তা।
আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশে সক্রিয় থাকা জইশ ই আদল গ্রুপ রাতারাতি এ হামলার দায় স্বীকার করেছে। ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মির আহমাদি বলেছেন, সন্ত্রাসীরা একযোগে বিভিন্ন দিক থেকে থানায় হামলা শুরু করে। পরে ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই সন্ত্রাসী নিহত ও একজন আহত হয়েছে।
সংঘর্ষে আহত সন্ত্রাসী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তবে বাকি সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। সেই সঙ্গে সন্ত্রাসীদের ধরতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
প্রসঙ্গত, ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে। জানা গেছে, গত কয়েক বছর ধরে দক্ষিণ-পূর্ব ইরানে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠীটি। এ সময়ে তারা কয়েকজনকে অপহরণও করেছে। মূলত তারা সামরিক-বেসামরিক মানুষকে টার্গেট করেছে। পাঁচ মাস আগেও অজ্ঞাতপরিচয় হামলাকারীদের হাতে একই প্রদেশে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার পর শুক্রবারের এই হামলা হলো।