ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক থাকতে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ জানুয়ারি) ট্রাম্প এক টুইট বার্তায় এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, খামেনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে নোংরা কথা বলেছেন। তাঁর (খোমেনি) শব্দ (প্রয়োগ) নিয়ে তাঁর খুবই সতর্ক থাকা উচিত।
একই সঙ্গে ট্রাম্প খামেনিকে তাচ্ছিল্য করে বলেন, ‘ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা, যিনি ততটা উৎকৃষ্টও নন। তাঁর দেশের অর্থনীতি ভেঙে পড়ছে, তাঁদের জনগণ দুর্ভোগ পোহাচ্ছে।
এর আগে শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিষোদগার করেন। খামেনিার বক্তব্যের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। সূত্র : বিবিসি