ইন্টারন্যাশনাল ডেস্কএইউজেডনিউজ২৪: ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবেদন করেছিলেন। বৃহস্পতিবার( ২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক বক্তৃতায় সোলাইমানিকে হত্যায় নিজের ভূমিকার কথা স্বীকার করেছেন পম্পেও। রাতের অন্ধকারে জেনারেল সোলাইমানিকে হত্যার পদক্ষেপকে ‘সাহসী হামলা’ বলে বর্ণনা করেন তিনি।
এ সময় পম্পেও বলেন, ‘কুদস ফোর্সের ‘সন্ত্রাসী’ অভিযানগুলো পরিচালনার অন্যতম নীতি নির্ধারক ছিলেন জেনারেল সোলাইমানি।’ এর আগে আমেরিকার গণমাধ্যম জানিয়েছিল, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দীর্ঘদিন ধরে জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ জারি করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানিয়ে আসছিলেন।
জেনারেল সোলাইমানিকে ইরান ও ইরাকের আরো কয়েকজন সামরিক কমান্ডারসহ গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা। পেন্টগন জানায়, ডোনাল্ড ট্রাম্প নিজে ওই হামলার নির্দেশ জারি করেছিলেন।