ইন্টারন্যাশনাল ডেস্ক,এইউজেডনিউজ২৪:ইরানের উত্তরাঞ্চলে পার্বত্য সড়ক থেকে একটি বাস উল্টে নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরএনএ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। দুর্ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে রাজধানী তেহরান থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে মাজান্দারান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। বাসটি তেহরান ও তুর্কিমেনিস্তান সংলগ্ন গুনবাদ-ই-কাভাউসের মধ্যে চলাচল করতো।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে ব্রেইক ফেইল করে বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলে এ দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।