ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে পার্লামেন্টে শপথ নেন তিনি। কূটনীতি ও গঠনমূলক সম্পর্ক দিয়ে সব দেশের জন্য বন্ধুত্বের হাত বাড়াবে ইরান, শপথ নিয়ে এমন ঘোষণা দেন দেশটির নতুন এই প্রেসিডেন্ট।
অনুষ্ঠানের শুরুতেই ইরানের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং পবিত্র কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি। তাদের বক্তব্য শেষে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ইব্রাহিম রাইসি।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে রাইসি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন হবে তার সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বৈদেশিক নীতি। এসময় ট্রাম্প আমলে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার সমালোচনা করে বলেন, ইরানের এ প্রকল্প শান্তিপূর্ণ। ঐ চুক্তি পুনর্বহালে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বানও জানান রাইসি।
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আরও বলেন, এমন সময় তিনি দায়িত্ব নিলেন, যখন মার্কিন অবরোধে বিপর্যস্ত ইরানের অর্থনীতি, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা।
রীতি অনুযায়ী উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও।