ইয়েমেনে বন্যায় বুধবার পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে শতাধিক মানুষ। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হোদেইদাহে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিলে এ ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ
হোদেইদাহ শহরের গভর্নর মোহাম্মাদ কাহিম হুতি পরিচালিত টেলিভিশন মাশিরাহকে বলেন, বন্যার কারণে ৫০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছে।
হোদেইদাহ, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর তাইজ এবং উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর হাজ্জাতে চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাত হয়। এতে সৃষ্ট বন্যায় অনেক ঘর বাড়ি ভেসে গেছে। ইয়েমেনে মার্চ থেকে শুরু করে মধ্য আগস্ট পর্যন্ত বৃষ্টির মৌসুম।
ইয়েমেনের জাতিসংঘের মানবিক কার্যালয় জানিয়েছে, শুক্রবার তাইজ শহরের মাকনাহ জেলায় বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়ি।
ইয়েমেনের জাতিসংঘের জনসংখ্যা তহবিল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, চলতি সপ্তাহের বন্যায় হাজ্জা শহরের প্রায় ২৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।