হুতিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। যুক্তরাষ্ট্রকেও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে হুতি। নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং দুই নারীও রয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, হুতিদের লাগাতার হামলা বন্ধ না হলে তারা সামরিক অভিযান চালিয়ে যাবে। হুতিরাও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোর ওপর আক্রমণ অব্যাহত রাখবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি গতকাল রবিবার এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মার্কিন হামলায় ৫৩ জন নিহত হয়েছে এবং ৯৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ হুতি নেতারাও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।