ইন্টারন্যাশনাল ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের মূল সড়কে এক বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বিস্ফোরণটি পরিকল্পিত হামলা কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, শনিবার (৩০ অক্টোবর) বিমানবন্দরের বাইরের প্রবেশমুখের কাছে একটি ছোট ট্রাক বিস্ফোরিত হয়। বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা গুরুতর।
এডেন শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে যায়।
নিরাপত্তা সূত্রগুলো বলছে, ওই ট্রাকটি পেট্রলজাত পণ্য পরিবহন করছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই বিস্ফোরণে ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিস্ফোরণের কারণ ও সময় এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রধান কেন্দ্র এডেন। সাম্প্রতিক সময়ে শহরটিতে সৌদি সমর্থিত সরকার ও হুতি বিদ্রোহীদের উত্তেজনা বেড়েছে, যা মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ‘ছায়াযুদ্ধ’ হিসেবে দেখা হয়।