বার্সেলোনা শহরের ভিলা দে গ্রাসিয়া অঞ্চলের প্লাসা জোয়ানিকে লামিনে ইয়ামালের দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করেছেন দুর্বৃত্তরা। গত মাসের মাঝামাঝি সময়ে ইয়ামালের ১৮তম জন্মদিনকে উৎসর্গ করে দেয়ালচিত্রটি এঁকেছিলেন ইতালিয়ান নগরশিল্পী সালভাতরে বেনিনতেন্দে, যিনি ‘টিভিবয়’ নামে পরিচিত।
গতকাল সোমবার ইয়ামালের দেয়ালচিত্রের ওপর ‘সেভেন ডোয়ার্ফ’ এঁকে তা আংশিকভাবে ঢেকে দেওয়া হয়। গ্রিম ভাইদের রূপকথার গল্পের বই ‘স্নো হোয়াইট’–এর সাতটি কাল্পনিক বামন চরিত্র ‘সেভেন ডোয়ার্ফ’। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, গতকাল বিকেল নাগাদ দেয়ালচিত্রটি আগের রূপে ফিরিয়ে আনা হয়। ‘টিভিবয়’ নিজেই এ কাজ করেন। ইএসপিএন জানিয়েছে, গত ১৩ জুলাই ইয়ামালের ১৮তম জন্মদিনের আগে দেয়ালচিত্রটি উন্মোচন করা হয়। কমিক সুপারহিরো চরিত্র ‘সুপারম্যান’–এর পোশাকে ইয়ামালকে ফুটিয়ে তুলেছিলেন টিভিবয়। দুর্বৃত্তরা এই দেয়ালচিত্রের ওপর এবং আশপাশে সাতটি বামন চরিত্র আঁকে, যা গ্রিম ভাইদের বই অবলম্বনে বানানো ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফ’ সিনেমা থেকে নেওয়া। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়ামালের দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করার কাজটা দুর্ঘটনাবশত নয়। নিজের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে একদল বামন মানুষকে বিনোদনের জন্য ভাড়া করেছিলেন ইয়ামাল। যে কারণে স্পেনের সামাজিক অধিকারবিষয়ক মন্ত্রণালয় ইয়ামালের জন্মদিন উদ্যাপনের পার্টিতে প্রতিবন্ধী আইন লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তের অনুরোধ করেছিল তখন। এ নিয়ে তখন সমালোচনার শিকারও হয়েছিলেন ইয়ামাল।স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়ামালের দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করার কাজটা দুর্ঘটনাবশত নয়। নিজের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে একদল বামন মানুষকে বিনোদনের জন্য ভাড়া করেছিলেন ইয়ামাল। যে কারণে স্পেনের সামাজিক অধিকারবিষয়ক মন্ত্রণালয় ইয়ামালের জন্মদিন উদ্যাপনের পার্টিতে প্রতিবন্ধী আইন লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তের অনুরোধ করেছিল তখন। এ নিয়ে তখন সমালোচনার শিকারও হয়েছিলেন ইয়ামাল। কিছুদিন আগে ইয়ামালের এই দেয়ালচিত্র ক্ষতিগ্রস্ত করার ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে প্রমাণিত হয় যে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো। প্রাক্–মৌসুম সফরে ইয়ামাল এখন বার্সেলোনার সঙ্গে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। গতকাল কোরিয়ান দল দেগুর সঙ্গে প্রীতি ম্যাচ ৫-০ গোলে জিতেছে বার্সা। ইয়ামাল এ ম্যাচে ৪৫ মিনিট খেললেও গোল পাননি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সায় ধারে যোগ দেওয়া ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড বার্সার হয়ে প্রথম গোল পেয়েছেন।