পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি (পিআরপি)।
গত মঙ্গলবার করাচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেন রেহাম খান। উন্মোচন করেন দলের লোগোও। তিনি বলেন, ‘দল গঠনের মধ্য দিয়ে আমার নতুন রাজনৈতিক যাত্রা শুরু হলো। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’
সারা পাকিস্তান নিজের আসন মন্তব্য করে রেহাম বলেন, ‘রাজনীতিতে আমি শুধু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসিনি। মর্যাদা, আশা ও প্রতিনিধিত্ব ফিরিয়ে আনার জন্য আমরা একটি জাতীয় আন্দোলনের সূচনা করলাম।’
সংবাদ সম্মেলনে রেহাম বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘নীতিনির্ধারণে সাধারণ মানুষের কথা বিবেচনায় নেওয়া হয় না। কৃষক, নারী, শ্রমিক—সবাই পিছিয়ে আছেন। আমি সবার জন্য ন্যায্যতা চাই।’
পাকিস্তানের বিভিন্ন শহরে ব্যবসায়ীদের ‘শাটার ডাউন’ ধর্মঘটের প্রসঙ্গ টেনে রেহাম প্রশ্ন তোলেন, এত বড় প্রতিবাদের পরই কেন অর্থমন্ত্রী সংলাপে বসেন? এসব ঘটার আগেই কেন আলোচনা হয় না?
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রেহাম লিখেছেন, ‘এই দল আপনার জন্য। আমাদের ওয়ার্কিং গ্রুপে যোগ দিন। একসঙ্গে চিন্তা করি, একসঙ্গে পরিকল্পনা করি—ইনশা আল্লাহ।’
২০১৪ সালে ইমরান খানের সঙ্গে বিয়ে হয়েছিল সাংবাদিক রেহাম খানের। মাত্র ১০ মাসের মাথায় ২০১৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।
২০১৮ সালে প্রকাশিত নিজের আত্মজীবনী ‘রেহাম খান’ বইয়ে রেহাম তাঁর দাম্পত্য জীবন ও রাজনীতির নানা দিক তুলে ধরেছিলেন।
রেহামের দল কতটা জনসমর্থন পাবে বা তিনি আদৌ মূলধারার রাজনীতিতে জায়গা করে নিতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে পাকিস্তানের রাজনীতিতে তাঁর এই আবির্ভাব নতুন আলোচনার জন্ম দিয়েছে।