পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু সংক্রান্ত গুজব পুরোপুরি খণ্ডন করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান। তিনি নিশ্চিত করে বলেছেন, ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।
সিনেটর জিশান জানিয়েছেন, ইমরান খানকে আইসোলেশনে রাখা হয়েছে, যা মূলত তাকে পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেয়ার একটি কৌশল। পিটিআই নেতা বলেন, দেশের বর্তমান সরকার ইমরান খানের জনপ্রিয়তায় ভীত, এ কারণেই তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না।
সম্প্রতি আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করেছিল, ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। জিশান বলেন, ‘এটা খুবই দুঃখজনক। প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, আইনজীবী এবং দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের পরিপূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে তারা তাকে জোর করে কিছু করতে বাধ্য করছে।’
গুজবের অবসান ঘটিয়ে সিনেটর আরও বলেন, ‘আমাদের নিশ্চিত করা হয়েছে যে তিনি ঠিক আছেন এবং আদিয়ালা জেলে বন্দি রয়েছেন।’
ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকারের চুক্তি বিষয়ে জিজ্ঞেস করলে জিশান বলেন, ‘সরকার তাকে দেশ ছেড়ে চুপ থাকার জন্য চাপ দিচ্ছে। চুপ থাকার শর্তে তারা তাকে পছন্দের জায়গায় যেতে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু ইমরান খান কখনও এ ধরনের চুক্তিতে রাজি হবেন না।’

