বিনোদন ডেস্ক: ইভ্যালির অর্থায়নে তৈরি হওয়া রূপালী পর্দায় দেখা মিলবে না অপারেশন সুন্দরবন সিনেমাটি। যেই ছবিতে রয়েছে র্যাবের বীরত্বগাঁথা। যাতে দুর্ধর্ষ সব অভিযানে হার মানবে দস্যুরা। মানব হিংস্রতা থেকে মুক্ত হবে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস এই র্যাবের হাতেই গ্রেপ্তার হলেন ইভ্যালির কর্ণধার।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বীরত্বগাঁথা নিয়ে পরিচালক দীপঙ্কর দীপনের ছবি অপারেশন সুন্দরবন। ম্যানগ্রোভ এই বনে দস্যু মুক্তের গল্পের সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ-সিয়াম-ফারিয়াসহ আরো অনেকে।
র্যাবের তত্ত্বাবধানে তৈরি ছবিটির প্রধান পৃষ্ঠপোষক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। সিনেমার প্রচারে এরই মধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে এর ট্রেলার।
যে বাহিনীর বীরত্বগাঁথা তুলে ধরতে কোটি কোটি টাকা লগ্নি করেছে ইভ্যালি, সে বাহিনীর হাতে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির মালিক এবং চেয়ারম্যান। মূলত অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন তারা।
দুঃসময়ে সুসময়ের বন্ধু র্যাব পাশে না দাঁড়ালেও দাঁড়িয়েছে সাধারণ মানুষ। ইভ্যালির মালিক এবং চেয়ারম্যানের গ্রেপ্তার রুখতে মোহাম্মদপুরের বাসার সামনে প্রতিবাদ করেছেন, হাজারো মানুষ।
দেনার সাগরে ঢুবে থাকা ইভ্যালির ভেসে ওঠা যেমন অনিশ্চিত, তেমনি অনিশ্চতার মেঘে ঢাকা পড়েছে অপারেশন সুন্দরবনের সাথে প্রতিষ্ঠানটির যুক্ত থাকা।