স্পোর্টস ডেস্ক, ১৪ নভেম্বর, ২০১৯ (এইউজেডনিউজ২৪) : ইন্দোর টেস্টে যাচ্ছেতাই ব্যাটিং বাংলাদেশের। ভারতীয় পেসারদের তোপের মুখে প্রথম থেকেই ব্যাকফুটে ছিল বাংলাদেশ। শামি ৩টি, যাদব, ইশান্ত এবং অশ্বিনরা নেন ২টি করে উইকেট। তাইজুল হয়েছেন রানআউট। শেষ পর্যন্ত ১৫০ রানে অলআউট বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম, ছয় বলের ব্যবধানে বিদায় নেন। ইমরুলকে উমেশ যাদব আর সাদমানকে ফেরান ইশান্ত। দুজনই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।
অধিনায়ক মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুনের জুটিটা ১১ ওভার স্থায়ী হলেও রান আসে মাত্র ১৯। মিঠুনকে ফেরান শামি। এরপর প্রতিরোধ গড়েন মুমিনুল-মুশফিক। ব্যক্তিগত ৩৭ রানে মুমিনুলের বিদায়ে ভাঙে ৬৮ রানের জুটি।
মুমিনুল হকের মত মাহমুদুল্লাহও বোল্ড হন রবিচন্দ্রন অশ্বিনের বলে। মুশফিকের সঙ্গে মিলে লিটন দাস গড়ে তোলেন ২৫ রানের জুটি। কিন্তু ভারতীয়দের সাঁড়াসি বোলিংয়ের সামনে সংগ্রামী ইনিংস খেলেও টিকতে পারলেন না মুশফিক। ১০৫ বল খেলে ৪৩ রান করে আউট হয়ে যান তিনি।
৫ উইকেটে ১৪০ থেকে মুহূর্তের মধ্যেই ৭ উইকেটে ১৪০ হয়ে যায় বাংলাদেশের। মুশফিকের পরের বলেই মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউ হয়ে যান মেহেদী হাসান মিরাজ।