বানদুং (ইন্দোনেশিয়া), আন্তর্জাতিক ডেস্ক, ১৪ নভেম্বর, এইউজেড নিউজ২৪ঃ ইন্দোনেশিয়ার টোল আদায় করা একটি ব্যস্ত সড়কে যাত্রীবাহী দু’টি বাসের মধ্যে বৃহস্পতিবার ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
রাজধানী জাকার্তার সাথে যোগাযোগ স্থাপন করা পশ্চিম জাভার একটি সড়কে মধ্যরাতের পরপরই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পশ্চিম জাভার পলিশ মুখপাত্র ত্রুনোউদো উইজনু আনদিকো জানান, এক বাস চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসকে জোরে ধাক্কা দিলে সাতজন নিহত ও ১৬ জন আহত হয়। নিহতদের মধ্যে এক বাস চালকও রয়েছে।
তিনি আরো জানান, এ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসের চালক আহত হলেও তার গাড়ির কোন যাত্রী আহত হয়নি।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, দক্ষিণপূর্ব এশিয়ার এ দ্বীপ রাষ্ট্রে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির অধিকাংশ গাড়ি পুরনো হওয়ায় এবং দূর্বল ব্যবস্থাপনা ও সড়ক আইন মেনে না চলায় এসব দুর্ঘটনা ঘটে।
গত সেপ্টেম্বর মাসে পশ্চিম জাভার সুকাবুমি অঞ্চলে গিরিখাতে একটি বাস পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়।
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ৭ জন নিহত
আন্তর্জাতিক
0 Views