স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪ : ইতিহাস গড়লো বাংলাদেশের অনুর্ধ যুবারা। প্রথমবারের মতো অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ব্যাটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের হট ফেভারিট চারবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্ব আসরে প্রথম কোনো বড় শিরোপা জিতলো বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ১৭৭ রানে অলআউট হয় ভারত যুবারা। সর্বোচ্চ ৮৮ রান করেন ইয়াশাসভি জ্যাসওয়াল। তিন উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার অভিষেক দাস। বৃষ্টি বাধায় বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ১৭০। ডিএল মেথডে সাত উইকেটের জয় পায় আকবর আলীর দল।
এই একটি মুহুর্তের জন্য কত মুহুর্তের অপেক্ষা। কতশত নিরাশার গল্প ভুলে অবশেষে বিজয়ের কাব্য রচনা। নতুন ইতিহাসের সৃষ্টি। লাল-সুবজের কেতনে রঙিন পচেফস্ট্রুমের আকাশ, উৎসবের জোয়ারে ৫৭ হাজার বর্গমাইলের এক গর্বিত ভূখণ্ড।
বোলাররা জয়ের যে ভীত গড়ে দিয়েছিলো, তা নড়বড়ে হয়ে যায় ভারতীয় এক লেগ স্পিনারের মায়াবী ঘূর্ণিতে। ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান উড়ন্ত সূচনা এনে দেন। তবে রবি বৈষ্ণু বোলিংয়ে আসতেই বদলে যায় দৃশ্যপট। তানজিদকে ফিরিয়ে ৫০ রানের জুটি ভাঙেন বৈষ্ণু। এরপর একে একে এ লেগ স্পিনারের শিকার মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন। পারভেজ হোসেন হ্যামস্ট্রিং ইনজুরিতে পরলে বিপদ আরো বাড়ে। ১০২ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন সর্বহারা এক দল। ব্যথা নিয়েই আবারো মাঠে নামেন পারভেজ হোসেন। ধৈর্যের প্রতীক অধিনায়ক আকবর আলীক নিয়ে গড়েন ৪১ রানের জুটি। হাফ সেঞ্চুরি থেকে ৩ আর জয় থেকে ৩ রান দূরে আকবরের সঙ্গ ছেড়ে দেন পারভেজ।
হঠাৎ বৃষ্টিতে চিত্রনাট্যে নতুন মোড়। ৫ মিনিটের প্রকুতির বেরসিকতায় বাংলাদেশের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ৪৬ ওভারে ১৭০ রান। অর্থাৎ ৩০ বলে প্রয়োজন তখন মাত্র ৭ রান। রাকিবুলের ব্যাট থেকে আসে ঐতিহাসিক রান।
ভারত ব্যাটিং: ৫০ ওভারে ১৭৭ (যাশাসবি জয়সওয়াল ৮৮, দিব্যানশ সাক্সেনা ২, তিলক ভার্মা ৩৮, প্রিয়ম গার্গ ৭, সিদ্ধশ বীর ০ , অর্থবা আনকোলেকার ৩, রবি বিষ্ণুই ২, সুশান্ত মিশ্র ৩, কার্তিক তিয়াগি ০, আকাশ সিং ১)
বাংলাদেশ বোলিং: (শরিফুল ইসলাম ১০-১-৩১-২, তানজিদ হাসান ৮.২-২-২৮-২, অভিষেক দাস ৯-০-৪০-৩, শামীম হোসেন ৬-০-৩৬-০, রকিবুল হাসান ১০-১-২৯-১, তৌহিদ হৃদয় ৪-০-১২-০)
বাংলাদেশ ব্যাটিং: ৪২.১ ওভারে ১৭০/৭ (পারভেজ হোসেন ৪৭, তানজিদ হাসান ১৭, মাহমুদুল হাসান ৮, তৌহিদ হৃদয় ০, শাহাদাত হোসেন ১, শামীম হোসেন ৭, আকবর আলী ৪৩*, অভিষেক দাস ৫, রকিবুল হাসান ৯*।
ভারত বোলিং: (কার্তিক তিয়াগি ১০-২-৩৩-০, সুশান্ত মিশ্র ৭-০-২৫-২, আকাশ সিং ৮-১-৩৩-০, রবি বিষ্ণুই ১০-৩-৩০-৪, অর্থবা আনকোলেকার ৪.১-০১-২২-১, যাশাসবি জয়সওয়াল ৪-০-১২-০)