ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ইতালিতে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (০২ মার্চ) রোম দূতাবাসের একটি সূত্র সময় সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস সূত্র জানায়, আক্রান্ত বাংলাদেশি যুবক ইতালির উত্তরাঞ্চলীয় নগরী মিলানে বসবাস করেন। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, দেশটির উত্তরাঞ্চলে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত ১ হাজার সাতশো’র বেশি আক্রান্ত এবং ৩৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক কাজ করছে।
এদিকে, পর্তুগালে দুই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (০২ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। দেশটিতে বসবাসকারী ২০ হাজার বাংলাদেশিকে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
পর্তুগালেও ছড়িয়েছে ঘাতক করোনা ভাইরাস বা কোভিড-১৯। সোমবার প্রথমবারের মতো পর্তুগিজ দুই নাগরিকের দেহে এ ভাইরাস শনাক্তের বিষয় নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন স্থানে আরোও কয়েকজনকে পর্যবেক্ষণে রাখার কথাও জানিয়েছে তারা।
এদিকে পর্তুগালে বসবাস করছেন ২০ হাজারের বেশি বাংলাদেশি। তাদের মধ্যে আক্রান্ত শহর পোর্তোতে আছেন সাড়ে পাঁচশ প্রবাসী বাংলাদেশি। আতঙ্ক ছড়িয়েছে সবার মধ্যে।
আক্রান্তদের মধ্যে ৬০ বছর বয়সী এক চিকিৎসক রয়েছেন। যিনি সম্প্রতি ইতালি থেকে অবকাশ শেষে ফিরেছেন। অপর ব্যক্তি স্পেনে কর্মরত ছিলেন। দুজনকেই পোর্তোর দুইটি হাসপাতালের আইসোলেটেড কক্ষে চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র : চ্যানেল আই ও সময় টিভি
ইতালীতে ১ বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত
আন্তর্জাতিক
0 Views