ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ইতালিতে একদিনেই করোনায় মৃত্যু হয়েছে আরও ৬৫১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৬ জনে।ওয়ার্ল্ডোমিটার আরও বলছে, ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৬০ জন এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৯ হাজার ১৩৮ জনে।
আক্রান্তদের মধ্যে থেকে ৭ হাজার ২৪ জন সুস্থ হয়ে ফিরলেও ৪৬ হাজার ৬৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন এবং যাদের মধ্যে ৩ হাজার জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি ইতালিতে প্রথম কভিড-১৯ রোগীর মৃত্যুর পর থেকে দিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার এটাই সবচেয়ে কম। আগের দিন শনিবার রেকর্ড ৭৯৩ জনের মৃত্যুর হয়েছিল ইউরোপের দেশটিতে।
ইতালিতে করোনা ভাইরাসে প্রতিদিনই মারা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। উত্তরাঞ্চলীয় শহর বেরগামোতে শোকের মাতম আর চাপা কান্না। স্বজনরাও ভাইরাসের কারণে একসাথে হতে পারছেন না। কবরস্থানগুলোতে নেই জায়গা।
ইতালির সেনাবাহিনীর কনভয়গুলো সারিবদ্ধভাবে এসে সেই কফিনগুলো নিয়ে যাচ্ছে দূরে কোথাও, অন্য কোনো কবরস্থানে, অন্য কোনো শহরে।
বেরগামো থেকে ২০০ কিলোমিটার দূরে ফেররারা সিটির মেয়র আলান ফাবরি ব্যক্তিগতভাবে ৭৪টি মরদেহ গ্রহণ করেন। তিনি বলেন, এ শোক ভোলা যাবে না কোনোদিন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এতো মৃত্যু কোনোভাবেই যেন ইতালির নাগরিকরা মেনে নিতে পারছেন না।
শোকে দিশেহারা মানুষের অনেকেই আবার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন সরকারের দোষ খুঁজতে। লাশের সারি আর কত দীর্ঘ হবে- কেউ তা বলতে পারে না।