ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউরোপে আগামী মার্চ মাসের মধ্যে করোনায় মৃত মানুষের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, ইউরোপজুড়ে এখন মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে এ মহামারি। এই সতর্কবাণী এমন এক সময় এল, যখন ইউরোপের কয়েকটি দেশে লকডাউনের মতো করোনাকালীন বিধিনিষেধের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ চলছে। খবর দ্য গার্ডিয়ান-এর।
ইউরোপে কোভিড-১৯ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ বলেছেন, এ মহাদেশের সংক্রমণ পরিস্থিতি নিয়ে তাঁরা খুবই চিন্তিত।