হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: উরোপে অক্টোবর-নভেম্বর মাসে কোভিড-১৯ এ প্রতিদিনের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। ডব্লিওএইচও এর ইউরোপ শাখার পরিচালক হান্স ক্লুগ সোমবার এ কথা বলেন।
তিনি বলেন, পরিস্থিতি আরো কঠোর হবে। অক্টোবর ও নভেম্বরে আমরা আরো মৃত্যু দেখবো। মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় একযোগে কাজ করতে ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সদস্য দেশগুলো।
বৃহস্পতিবার থাইল্যান্ডে অনুষ্ঠিত ডব্লিউএইচও এর ৭৩তম আঞ্চলিক কমিটির অধিবেশনের দ্বিতীয় এবং শেষ দিনে মন্ত্রিপরিষদের গোল টেবিল বৈঠক শেষে এ ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়। তবে মহামারীর কারণে এই প্রথমবারের মতো অধিবেশনটি অনলাইনে করা হয়।
মহামারীর সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য আরও ভালো চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, আঞ্চলিক দায়িত্বশীলতা আরও দৃঢ় করার মাধ্যমে কোভিড-১৯ এর বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের সংকল্প করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সদস্য দেশগুলো।
গোলটেবিল চলাকালীন, সমস্ত সদস্য দেশগুলি কোভিড-১৯ এর সময় তাদের বিভিন্ন সাড়া জাগানো পদক্ষেপগুলি অন্যদের সাথে শেয়ার করেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বজায় রাখা এবং মহামারীর কারণে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার করার জন্য তাদের প্রচেষ্টার কথা জানিয়েছেন।
ডব্লিউএইচও এর মহাপরিচালক টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অগ্রাধিকারগুলি আরও ভালভাবে বোঝার জন্য সম্প্রতি ডব্লিউএইচও সমীক্ষা করেছে। এজেন্ডার শীর্ষে অপরিহার্য স্বাস্থ্যসেবা বজায় রাখা হচ্ছে।
সর্বাধিক দুর্বল জনগণসহ সবার জন্য করোনা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার ক্ষেত্রে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দিতে সদস্য দেশগুলো একমত হয়েছে। সূত্র : চ্যানেল আই