যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জিততে পারবে বলে তিনি মনে করেন না। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওরা এখনো জিততে পারে, কিন্তু আমার মনে হয় না তারা পারবে। তবে যুদ্ধ খুব অদ্ভুত জিনিস, অনেক খারাপও ঘটে, অনেক ভালোও ঘটে।
যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, আমি বলেছি, তারা জিততে পারে—কিছুই অসম্ভব নয়। যুদ্ধের ক্ষেত্রে কিছুই নির্দিষ্ট নয়।
ইউক্রেনে রুশ বাহিনীর কথিত বেসামরিক হামলার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, নিহতদের বেশিরভাগই ছিলেন সেনা সদস্য। তার ভাষ্য অনুযায়ী, এই যুদ্ধে প্রতি সপ্তাহে দুই পক্ষ মিলিয়ে প্রায় পাঁচ থেকে সাত হাজার সেনা নিহত হচ্ছে।
গত মাসেও ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন তিন বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার দখলকৃত সব এলাকা পুনরুদ্ধার করতে পারে। তবে সোমবার তিনি বলেন, প্রায় পুরো দনবাস অঞ্চল ইতিমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে।
সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপের পর ট্রাম্প আবারও বলেন, এই দীর্ঘস্থায়ী যুদ্ধের শেষে ইউক্রেনকে তার কিছু ‘সম্পত্তি’ বা ভূখণ্ড হারাতেই হবে।
অন্যদিকে, কিয়েভ সরকার বারবার জানিয়েছে যে তারা কোনো ধরনের ভূখণ্ড ছাড় দিতে রাজি নয়। তবে মস্কো বলেছে, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে নতুন রুশ অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করতে হবে।
বাইডেন প্রশাসনের সময় ওয়াশিংটন মস্কোর সঙ্গে যে কূটনৈতিক দূরত্ব বজায় রেখেছিল, ট্রাম্প তা পরিত্যাগ করেছেন। চলতি বছরের আগস্টে তিনি আলাস্কার অ্যাংকারেজে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। গত সপ্তাহে দুই নেতা ঘোষণা দিয়েছেন, তারা শিগগিরই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আরেকটি বৈঠকে বসবেন।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইতোমধ্যেই এই বৈঠক আয়োজনে প্রস্তুতির কথা জানিয়েছেন।