ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে ন্যাটো মিত্রদের ‘সবুজ সংকেত’ দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, কিয়েভে বিমান পাঠানো মস্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। খবর দ্য সান, সিবিএস নিউজের।
ইউক্রেনের বাহিনীকে সহায়তা করতে রাশিয়ার তৈরি মিগ যুদ্ধবিমান পাঠাতে পোল্যান্ড ও অন্যান্য দেশের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
জানা গেছে, কিয়েভের কাছে থাকা সোভিয়েত যুগের মিগ যুদ্ধবিমানের জায়গায় যুক্তরাষ্ট্রের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছিল পোল্যান্ড। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সম্মতি জানিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে সিবিএস’র ফেস দ্য নেশন’কে ব্লিনকেন বলেন, এটিকে সবুজ সংকেত দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রকৃতপক্ষে, যদি তারা ইউক্রেনিয়ানদের এই ফাইটার জেটগুলো দিতে চায় তবে তাদের চাহিদা কীভাবে পূরণ করা যায় সে বিষয়ে আমরা এখনই আমাদের পোলিশ বন্ধুদের সঙ্গে কথা বলছি।
ব্লিনকেন বলেন, আমরা কী করতে পারি? তারা ইউক্রেনীয়দের হাতে কীভাবে বিমানগুলো পৌঁছাতে পারে সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ন্যাটো দেশ এবং জি-সেভেনের সদস্যরা ক্রেমলিনকে চাপ দিতে এবং আগামী দিনে আরও নিষেধাজ্ঞা দেয়ার জন্য ‘একসঙ্গে কাজ করছে’। কিন্তু তিনি সতর্ক করে দিয়ে বলেন, একই সময় ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন জোরালো করেছে পুতিন।
ব্লিনকেন বলেন, আমি মনে করি আমাদের প্রস্তুত থাকতে হবে যে দুর্ভাগ্যবশত এবং দুঃখজনকভাবে এটি কিছু সময়ের জন্য অব্যাহত থাকবে।