স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রার্দুভাবে পৃথিবী আজ থমকে গেছে। সেই সাথে অর্থনৈতিক বিপর্যয়েও নেমে এসেছে এর প্রভাবে। বিভিন্ন সংস্কৃতি ও শিল্পের পাশাপাশি ক্রিড়াঙ্গনেও একই চিত্র দেখা যায় করোনার কারণে। ইইউরোপ ও ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগের ক্লাবগুলো খেলোয়াড়দের কাছ থেকে ইতোমধ্যে ২৫ শতাংশ বেতন স্থগিত করেছে কর্তৃপক্ষ। কঠিন সময়ে প্রথম দল হিসেবে খেলোয়াড়দের আপাতত ১০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত নিতে যাচ্ছে চেলসি। তবে জাতীয় স্বাস্থ্য সংস্থাসহ চ্যারিটিতে সহায়তা চালিয়ে যেতে ফুটবলারদের অনুরোধ করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে ২৫ শতাংশ বেতন চার মাসের জন্য মুলতবি করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাস্টন ভিলা। এছাড়া চলমান লকডাউনের মধ্যেও আগামী সপ্তাহ থেকে লন্ডন কলোনিতে স্বল্প পরিসরে অনুশীলন শুরু করবে আর্সেনাল।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এ পর্যন্ত বিশ্বের প্রায় ২১০ টি দেশে প্রাণঘাতী এ ভাইরাস মহামারি রূপ নিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ ইতালি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ডে কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাব দৃশ্যমান।
ইংল্যান্ডে ১ লাখ ৪৮ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত। দেশটিতে ২০ হাজারেরও অধিক মানুষের মৃত্যু হয়েছে। করোনার কারণে ইংলিশ ক্রীড়াঙ্গনে স্থবিরতা বিরাজ করছে। গেলো ১৩ মার্চ স্থগিত হয় ইংলিশ প্রিমিয়ার লিগ। এরপর অবশ্য করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসে ক্লাব গুলো। যেখানে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সহায়তা করে ক্রীড়া সংশ্লিষ্টরা।
করোনা ভাইরাসের সংকটকালীন ৩০ শতাংশ বেতন কম নিতে ফুটবলারদের সঙ্গে আলোচনা করে ইংলিশ ক্লাবগুলো। যদিও বিষয়টি নিয়ে ইংলিশ ফুটবল অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এবার ফুটবলারদের সাথে আলোচনার মাধ্যমে, প্রথম দল হিসেবে চেলসি তাদের খেলোয়াড়দের ১০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে করোনার কঠিন সময়কে গুরুত্ব দিয়ে জাতীয় স্বাস্থ্য সংস্থাসহ চ্যারিটিতে সহায়তা চালিয়ে যেতে বলেছে ক্লাব কর্তৃপক্ষ।
৩০ এপ্রিল পর্যন্ত প্রিমিয়ার লিগসহ সবধরনের ফুটবল স্থগিত রয়েছে ইংল্যান্ডে। তারপরও ইংলিশ লিগ ফেরাতে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে লিগ কর্তৃপক্ষ। এখনও লিগের ৯২টি ম্যাচ বাকি আছে। তাই ভাইরাসের সংক্রমণ এড়াতে ম্যাচগুলো সব ক্লাবের মাঠে না হয়ে কিছু নির্দিষ্ট ভেন্যুতে হবে। পাশাপাশি মাঠে কোনা দর্শক থাকবে না। যদিও সবার আগে কোচিং স্টাফসহ ফুটবলারদের করোনা পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছে ইংলিশ লিগ কর্তৃপক্ষ।
এদিকে, করোনাভাইরাস মহামারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশিরভাগ ক্লাবের ফুটবলারদের ভূমিকা প্রশংসনীয়। এবার ফুটবলারদের ২৫ শতাংশ বেতন চার মাসের জন্য মুলতবি করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ। তবে আর্থিক সঙ্কটের মধ্যেও করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি তহবিল সরবরাহ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ক্লাবটির ফুটবলাররা ।
এদিকে ইংল্যান্ড চলমান লকডাউনের মধ্যেও আগামী সপ্তাহ থেকে লন্ডন কলোনিতে স্বল্প পরিসরে অনুশীলন শুরু করবে আর্সেনাল। যেখানে সামাজিক দূরত্বের পাশাপাশি সরকারের নির্দেশ মেনে অনুশীলন করার কথা জানায় ক্লাব কর্তৃপক্ষ।