স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: ইংলিশ লিগে ওয়াটফোর্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে এভারটনের বিপক্ষে আর্সেনালের জয় ৩-২ গোলে। আর এর ফলে জয় পেয়েছে সব ফেভারিটরা।
ওল্ড ট্রাফোর্ডে ২৩৬ মিনিটের গোলক্ষরা কাটলো। সঙ্গে মৌসুমে তৃতীয় বারের মত টানা দু ম্যাচে জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতেই পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে ইংলিশ লিগের সফলতম ক্লাবটি। বিপরীতে রেলিগেশন শঙ্কা আরো বাড়লো ওয়াটফোর্ডের।
রেড ডেভিল জার্সিতে প্রথমবার গোলের দেখা পেলেন ব্রুনো ফার্নান্দেস। যদিও তা পেনাল্টি থেকে।
দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী ম্যান ইউ। ৫৮ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের দারুন গোলে ব্যবধান দ্বিগুন হয়। শেষ তিন ম্যাচের সবগুলোতে গোলের দেখা পেলেন মার্শিয়াল।
ওয়াটফোর্ডের কফিনে শেষ পেরেক ঠুখেন তরুন তুর্কী মেসন গ্রীন উড। মৌসুমে এ নিয়ে ১১ গোল করলেন ১৮ বছয় বয়সী ফরোয়ার্ড।
ওল্ড ট্রাফোর্ড কখনোই জিততে না পারার আক্ষেপ আরো দীর্ঘায়িত হলো ওয়াটফোর্ডের। সঙ্গে ১৯৯৫ সালের পর থেকে এই ভেন্যুতে টানা নয় ম্যাচ হারলো ক্লাবটি।
এদিকে চলতি বছর না হারার রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল। বিপরীতে টানা ২৪ ম্যাচে গানারদের বিপক্ষে জয়হীন এভারটন।
অথচ এমিরেটস স্টেডিয়ামকে স্তব্ধ করে প্রথম মিনিটেই ক্যালভার্ট লিউইনের গোলে এগিয়ে যায় এভারটন।
কিন্তু সেই লিডের স্থায়িত্ব ২৬ মিনিট। এনকেতিয়ার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
পরের গল্পটা নিজ হাতে লিখেছেন পিয়েরে এমেরিক ওবামেয়াং। ৬ মিনিটের মধ্যেদলকে এগিয়ে দেন এ গেবন ফরোয়ার্ড।
তবে প্রথমার্ধেই সমতায় ফেরে এভারটন রিচার্লিসনের গোলে।
বিরতি থেকে ফেরার ২৭ সেকেন্ডের মধ্যে আবারো ওবামেয়াং চমক। চলতি মৌসুমে ১৯ গোল এ ফরোয়ার্ডের। এই জয় আর ম্যান সিটির নিষেধাজ্ঞায় পরের মৌসুমে ইউরোপিয়ান লিগের পথ সুগম হলো গানারদের।
ইংলিশ লিগে ওয়াটফোর্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের বিপক্ষে আর্সেনালের জয় ৩-২ গোলে
খেলা
0 Views