স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে চেলসিকে ২-০ গোলে হারিয়ে ধারুণ জয় পেয়েছে ইয়ূর্গেন ক্লপ বাহিনী লিভারপুল। দুটি গোলই করেছেন সেনেগালিজ তারকা সাদিও মানে। মৌসুমের প্রথম বিগ-ম্যাচ যেমন একদিকে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল, অন্যদিকে নতুন রূপে সাজা চেলসি। ফলাফল অবশ্য পুরনো মৌসুমের মতোই হয়েছে। ব্লুজদের হারিয়েই চলেছে অলরেডরা।
শিরোপা ধরে রাখার মিশনে লিভারপুলের টানা দুই জয় এটি, চেলসি জয়ে নতুন মৌসুম শুরুর পর প্রথম বড় পরীক্ষায় মুখ থুবড়ে পড়ল। লিগে গত মৌসুমে প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজে জিতেছিল লিভারপুল, পরের লেগে ঘরের মাঠেও জিতেছিল। সেদিক থেকে টানা তৃতীয় জয় ক্লপের।
ম্যাচের প্রথমার্ধে গোল আসেনি। চেলসির আন্দ্রেস ক্রিস্টিনসেন বিরতির আগে আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দল হয়ে পড়ে স্বাগতিকরা। মানেকে বাজেভাবে ফাউল করেছিলেন, ভিএআরের সাহায্য নিয়ে রেফারি ডেনমার্ক ডিফেন্ডারকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন।
মধ্যবিরতির পর ফিরে সেই মানেকে আর আটকাতে পারেনি চেলসি। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করেন তিনি। ম্যাচের ৫০ মিনিটে ফিরমিনোর বাড়ানো বলে মাথা ছুঁয়ে জাল খুঁজে নেন মানে, ৫৪ মিনিটে করেন দ্বিতীয়টি।
তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় লিভারপুলের হাতে। সেটি আর হাতবদল হয়নি বাকি সময়ে। উল্টো ৭৫ মিনিটে পেনাল্টিতে গোল আদায় করতে পারেননি চেলসির জর্জিনহো, কমেনি ব্যবধানও।