ইন্টারন্যাশনাল ডেস্ক: জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক জানিয়েছেন, শিগগিরই দেশটিতে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি দেখা দিতে পারে। ফলে সেখানে শিল্প-কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
তিনি মনে করেন, সারাদেশে গ্যাস সঙ্কট দেখা দিলে তা শিল্প খাতের জন্য বিপর্যয় ডেকে আনবে। পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জার্মান অর্থমন্ত্রী বলেন, ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পরিপ্রেক্ষিতে গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইইউকে জবাব দিচ্ছে রুশ প্রশাসন।
সেজন্য জার্মানিতে নাগরকিদের গ্যাসের ব্যবহার কমানোর ওপর জোর দেন রবার্ট হাবেক।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া গ্যাস সরবরাহ কমানোয় ভয়াবহ সংকটের মুখে পড়েছে জার্মানি। আর মাত্র আড়াই মাস চলার মতো গ্যাসের মজুত রয়েছে দেশটির হাতে। স্বাভাবিকভাবেই ফের সরবরাহ শুরু না হলে দ্রুত বিপদে পড়বেন জার্মানরা।
ফলশ্রুতিতে জার্মানিতে গ্যাসের দাম দুই-তিনগুণ বেড়ে যেতে পারে। এমনকি প্রয়োজনে গ্যাস রেশনিংয়ের পথে হাঁটতে পারে দেশটির সরকার।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রাশিয়ার জ্বালানি আমদানি সীমিত করেছে ইইউভুক্ত দেশগুলো। পাশাপাশি রুশ প্রশাসনের ওপর শত নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। জবাবে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকার।