আজ শুক্রবার সাতসকালে আচমকাই প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলের প্রয়াণের খবর। স্বাভাবিকভাবেই গায়িকার মৃত্যুর খবরে মারাত্মক শোরগোল পড়ে যায়! কেউ শোক প্রকাশ করছেন তো আবার কেউবা বিশ্বাসই করতে পারছেন না! অথচ খবরটি পুরোপুরি ভুয়া। আশা ভোসলে দিব্যি সুস্থ আছেন। মায়ের মৃত্যুর গুজবে ত্যক্ত-বিরক্ত তাঁর ছেলে।
জল্পনার সূত্রপাত আসলে এক ফেসবুক পোস্টকে ঘিরে। যেখানে লেখা, ‘স্বনামধন্য গায়িকা আশা ভোসলের মৃত্যু হয়েছে।’ শুধু তা–ই নয়, ছবিতে মালা পরানো, সামনে ধূপও রয়েছে। এমন খবরে উৎকণ্ঠায় ঘনিষ্ঠ ব্যক্তিদের সবাই আশার বাড়িতে খোঁজ নিচ্ছেন। শেষমেশ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিরক্ত হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন গায়িকার সন্তান আনন্দ ভোসলে।
মায়ের মৃত্যুর ভুয়া খবর ছড়ানোয় প্রচণ্ড ক্ষুব্ধ তিনি। শাবানা শেখ নামের একজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হু হু করে সেই ভুয়া পোস্ট ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় পরপর আরও কয়েকটি পোস্টে ছেয়ে যায় অন্তর্জালে। আর সেই জন্যই ফোনের পর ফোন পাচ্ছেন আশাপুত্র। এবার সেই পরিপ্রেক্ষিতে নিজেই মুখ খুললেন তিনি। এক বার্তায় তিনি বলেন, ‘একেবারেই ভুয়া খবর। তিনি ভালো আছেন।’ কীভাবে এই মৃত্যুসংবাদ ছড়াল, তিনিও জানেন না।
গত ২৭ জুন ছিল রাহুল দেববর্মনের ৮৫তম জন্মদিন। এদিন এই অনুষ্ঠানে অংশ নিয়ে সংগীত পরিবেশনও করেন আশা।