আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল মান্নান আব্বাস-এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকালে তার নিজেস্ব অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ সময় বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা আওয়ামীলীগ, বিএনএফ ও কিছু পথভ্রষ্ট বিএনপি’র নেতাকর্মী আমাকে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে জৈনিক আসমা খাতুন নামে এক মহিলাকে দিয়ে গত ১৩ এপ্রিল রবিবার আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন এবং আমার বিরুদ্ধে জমিজমা বিরোধ,স্বর্নঅলংকার লুটপাট ও হুমকি প্রদানে মিথ্যা বানোয়াট বক্তব্য দেন।
মূলত এই আসমার পিতার বাড়ি আমাদের একই গ্রামে, এবং দীর্ঘদিন সে আমাদের বাড়িতেই বসবাস করত। তার সাথে জমিজমাসহ এমনকি অন্য কোন বিষয় নিয়ে আমরা জড়িত নই। মূলত আমার মানসম্মান ক্ষুন্নকরার জন্য টাকার বিনিময় রাজনৈতিক প্রতিপক্ষের প্রচারনায় মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ফলবলহীন একটি প্রেস কনফারেন্স করে। আসমা খাতুনের করা মিথ্যা প্রেস কনফারেন্সের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও।