আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা এসএকে আজাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় একটি হোটেলে সাবেক ওই মেয়র সংবাদ সম্মেলন করেন।
ঝন্টু তার বক্তব্যে বলেন, ২০২৩ সালের ১৩ আগস্ট আলফাডাঙ্গা পৌরসভাধীন বাজারে আমি আমার স্ত্রী মাকসুদা সুলতানা পলির নামে এসএকে আজাদের নিকট থেকে ০৩.৭৫ শতাংশ জমি ক্রয় করি। এ জন্য আমি জমির মোট মূল্য বাবদ ১ কোটি টাকা পরিশোধ করি। এ ছাড়া ঢাকার শ্যামলীতে তার নামে বহুতল ভবনের ২য় তলার ৪টি ইউনিট এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গুলিয়া মৌজার ৫১ শতাংশ জমি বাবদ মোট মূল্য ৩ কোটি ৫০ লাখের মধ্যে আমি গত বছরের ১৪ জুলাই ২ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করি ও সিকিউরিটি হিসেবে আমাকে এসএকে আজাদের দেওয়া ২ কোটি ৬০ লাখ টাকার ইসলামী ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখায় একটি চেক জমা দেই। আমি আজাদকে জমি ও ঢাকার বহুতল ভবনের ইউনিট দলিল করে দিতে বললে বিভিন্ন টালবাহানা করেন এবং বলেনÑ আমার আগের জমির মূল্য বাবদ ৭০ লাখ টাকা আগে দাও। আমি ওই টাকা এখনও পাইনি। এ বিষয়ে একটি ৯৮ ধারায় মামলা চলমান।
এ ব্যাপারে আজাদকে ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ঝন্টুর কাছে এক কোটি টাকায় ফ্ল্যাট বিক্রি করেছিলাম। এর মধ্যে সে ২০ লাখ টাকা আমাকে ক্যাশ দিয়েছিল, বাকি ৭৫ লাখ টাকার একটি চেক দিয়েছিল আর ৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল; কিন্তু সে আমাকে চেকের ৭৫ লাখ টাকা ও বাকি ৫ লাখ টাকাসহ ৮০ লাখ টাকা আমি তার কাছে পাওনা। সে সংবাদ সম্মেলন করে যা বলেছে, তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট।
আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু’র সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জাতীয়
8,780 Views