স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: আর্সেনাল কোচ মিকেল আর্তেতা করোনা ভাইরাসে আক্রান্ত। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে গানারদের শনিবারের প্রিমিয়ার লিগ ম্যাচটি স্থগিত করা হয়েছে। ইউরোপের গুরুত্বপূর্ণ অনেক লিগ ও স্পোর্টস ইভেন্ট স্থগিত ঘোষণার পরও ইংলিশ প্রিমিয়ার লিগ চালিয়ে যাওয়ার বিতর্কিত সিদ্ধান্তের মাঝেই আর্তেতার করোনা সংক্রমণের খবর ভাবনায় ফেলেছে দেশটির ফুটবল কর্তাদের।
আর্সেনালের অনুশীলন মাঠ বন্ধ করে দেয়া হয়েছে ইতিমধ্যেই। ৩৭ বছর বয়সী আর্তেতার সংস্পর্শে আসা খেলোয়াড় ও কোচিং স্টাফদের নেয়া হয়েছে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে।
ফুটবলে একের পর এক করোনা প্রকোপের মাঝে ক্রিকেট ঘিরেও শঙ্কা বাড়ছে। অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ বোধ করেন। তার করোনা সংক্রমণ সংক্রান্ত টেস্টের রিপোর্টের অপেক্ষায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
সম্প্রতি অজি স্কোয়াডের সাথে ওয়ানডে সিরিজ খেলে সাউথ আফ্রিকা থেকে ফেরার পরপরই দলের মেডিকেল স্টাফদের অসুস্থতার কথা রিপোর্ট করেন ২৯ বছর বয়সী রিচার্ডসন। দ্রুততম সময়ে তাকে বিশেষ পর্যবেক্ষণে নেয়া হয়। সতর্ক নজর রাখা হচ্ছে পুরো অস্ট্রেলিয়া দলের উপরই।
করোনা আতঙ্কের মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাপেল-হেডলি সিরিজের তিন ওয়ানডে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সঙ্গে গত সপ্তাহে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান মেয়েদের ছয় ম্যাচের সিরিজের জন্য সাউথ আফ্রিকা সফর স্থগিত করেছে সিএ। সফরে ২২ মার্চ থেকে ৪ এপ্রিল তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার কথা ছিল দলটির।
দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার কথা জানানোর পাশাপাশি বিক্রিত টিকেটের অর্থ ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার মাঠে গড়িয়েছে সিরিজের প্রথম ওয়ানডেটি। রোববার এ মাঠেই দ্বিতীয় এবং আসছে শুক্রবার হোবার্টে হবে তৃতীয় ম্যাচ।