স্পোর্টস ডেস্ক: প্যানি ভারেলার জোড়া গোলে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা ফুটসাল বিশ্বকাপ জিতে নিয়েছে পর্তুগাল। শিরোপানির্ধারণী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে পর্তুগীজরা।
টুর্নামেন্টের নবম আসরে এসে প্রথমবারের মতো ফাইনাল খেলেই বাজিমাত করেছে দলটি। অন্যদিকে প্রথমবারের মতো টানা দুই শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করল আকাশী-নীলরা।
রবিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টায় লিথুনিয়ায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরু থেকেই একের পর আলবিসেলেস্তেদের রক্ষণে আক্রমণ করতে থাকে পর্তুগাল।
ম্যাচের ১৫ মিনিটেই পর্তুগালকে এগিয়ে দেন প্যানি। এর কিছুক্ষণ আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন ক্রিস্টিয়ান বরুত্তোকে। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বার্তা দেয় আর্জেন্টিনা। কিন্তু ২৮ মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন প্যানি। অবশ্য ওই একই মিনিটে ব্যবধান কমায় আর্জেন্টিনা। দলটির পক্ষে গোল করেন ক্লাউদিনহো। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি দুই দল। হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ব্রাজিল।