বিচিত্রতা ডেস্ক: ক্যালিওগ্রাফি ও হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করে দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে খাদিজা আক্তার। কাস্টমাইজড এবং নিজের পছন্দ এ দুই বিষয় মাথায় রেখে কাজগুলো করেন তিনি। ইতোমধ্যে জার্মান ও ফ্রান্সে তার করা ক্যালিগ্রাফি সুনাম কুড়িয়েছে। শখের বসে করা এ ক্যালিগ্রাফিগুলো বিক্রি করে বর্তমানে বাণিজ্যিকভাবেও সফল হচ্ছেন তিনি।
ছোটবেলা থেকেই ছবি আঁকাআঁকি ভালো লাগত খাদিজার। কিন্তু পড়াশোনা আর পরিবারের চাপে সেভাবে কখনও শেখা হয়ে ওঠেনি। সবাই যখন চিত্রাঙ্কন পরীক্ষায় অনেক রকম রং আনত, তখন সে দোকান থেকে ১০ টাকার মোম রং কিনে ক্লাসে ঢুকত। বাড়িতে কাউকে রং কিনে দেয়ার কথা বলার সাহস পর্যন্ত তার ছিল না। তবে তার যেটা ছিল–প্রবল ইচ্ছা, আগ্রহ এবং শুরু করার চেষ্টা।
বর্তমানে তিনি খুলনার বিএল কলেজে জিওগ্রাফিতে অনার্স প্রথমবর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি নিজের ক্যালিগ্রাফির মাধ্যমে উদ্যোক্তা হয়ে উঠেছেন। বর্তমানে আরবি ক্যালিগ্রাফির পাশাপাশি হ্যান্ড পেইন্ট নিয়েও কাজ করছেন।
খাদিজা জানান, নিজের চেষ্টায় সবকিছু শিখেছেন। তার ভেতরের শিল্পী সত্তা তাকে ক্যালিওগ্রাফার হতে সাহায্য করেছে। প্রতিটি অক্ষরে রয়েছে ভালোবাসা। আমি মূলত কোরআনের ক্যালিওগ্রাফি বেশি করি।
তিনি আরও জানান, কোরআনের এক একটি হরফ মনের মাধুরী মিশিয়ে ক্যালিগ্রাফিতে ফুটিয়ে তুলতে হয়। আর এর জন্য প্রয়োজন অনেক সময় এবং পরিশ্রমের। তবেই একটি সুন্দর ক্যালিগ্রাফি পূর্ণতা পায়।
অফলাইন এবং অনলাইন দুই জায়গায়ই বর্তমানে খাদিজার ক্যালিগ্রাফিগুলো বিক্রি হচ্ছে। শুরুটা অনলাইনের মাধ্যমে হলেও এখন তিনি অফলাইনেও বেশ সাড়া পাচ্ছেন। তার মতে, বর্তমানে অনলাইন অনেক বড় একটি মাধ্যম, যেখানে নিজের কাজগুলো সবার সামনে প্রকাশ করা যায়। যার মাধ্যমে ছড়িয়ে পড়ে সবার কাছে। তিনি “RpR” নামের একটি পেজে তার ক্যালিওগ্রাফির প্রচারণা চালান। এ ছাড়াও ‘Rainbow Painting By Khadiza’ নামে তার রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল।