ইকোনোমিক ডেস্ক: আমিরাতে গার্মেন্টস শিল্পে বাংলাদেশি ব্যবসায়ীদের উপস্থিতি লক্ষণীয়। দেশটিতে ৪ হাজারের বেশি ফ্যাক্টরির মালিক প্রবাসী বাংলাদেশিরা। তবে নৌ পথে পণ্য পরিবহনের সুযোগ না থাকায় প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসায়ীরা মুখোমুখি হচ্ছে নানা প্রতিকূলতার।
মধ্যপ্রাচ্যের বাজারে গার্মেন্টস পণ্য সরবরাহে বাংলাদেশি এই চার হাজারের বেশি ফ্যাক্টরির মালিকের ভূমিকা অনেক। তবে বাংলাদেশ থেকে দেশটিতে পণ্য পরিবহনে নানা ধরনের প্রতিকূলতায় পড়তে হয় ব্যবসায়ীদের।
তাদের অভিযোগ, নৌ-পথে পরিবহন ব্যবস্থা না থাকায় বাংলাদেশ থেকে পণ্য নিতে হিমশিম খাচ্ছেন তারা। নানা দেশ ঘুরে, আমিরাতে পণ্য আমদানি করতে হলে প্রায় ৪০ দিনের ওপরে সময় লেগে যায়। অথচ সরাসরি জাহাজ চলাচল শুরু হলে সময় লাগবে মাত্র ৭/৮ দিন।
শুধুমাত্র গার্মেন্টস পণ্য নয়, নৌ পথে পরিবহন শুরু হলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কৃষিপণ্যের ভালো বাজার হবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা।
সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১৩ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। তাই বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে অঞ্চলটি।