বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ সহযোগী সংগঠন শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস এর বরগুনার আমতলীতে আগমন উপলক্ষে শহীদ জিয়া গবেষণা পরিষদ বরগুনা জেলার আয়োজনে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে গতকাল সন্ধ্যায় আমতলী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস।
শহীদ জিয়া গবেষণা পরিষদ বরগুনা জেলা কমিটির আহবায়ক সাইফুল্লাহ নাসির এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু নাসের গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজান,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম রিপন,জাতীয়তাবাদী মহিলা দল আমতলী উপজেলা শাখার সভানেত্রী শামসুন্নাহার মিরা খান।এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলা শাখার দলের সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম তালুকদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম মিল্টন বিশ্বাস,সাবেক কাউন্সিলর আবুল বাশার রুমি,আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এইচ,এম, দেলোয়ার, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদ খোকন,আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক জয়নুল আবেদীন সহ বিএনপি অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। পরে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে আমতলী পৌর শহরেরগুরুত্বপূর্ণ স্হানে লিফলেট বিতরণ করেন।