ইকোনোমিক ডেস্ক: দেশে ডলারের সংকট বেড়ে যাওয়ায় দিন দিন দামও বাড়ছে। এ কারণে ডলারের বিপরীতে টাকার মানেরও পতন হচ্ছে। মঙ্গলবার (১৪ জুন) দেশের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ৯২ টাকা ৮০ পয়সা দরে বিক্রি করেছে।
এদিন আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কেনার জন্য ৯২ টাকা ৮০ পয়সা করে খরচ করতে হয়েছে। অর্থাৎ, আজ বাংলাদেশ ব্যাংক সরকারি আমদানি বিল মেটানোর জন্য এই দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে।
নিয়ম অনুযায়ী, ডলারের এটাই আনুষ্ঠানিক দাম। তবে একদিন আগেও ৯২ টাকা ৫০ পয়সা করে প্রতি ডলার বিক্রি করা হয়েছে। যা গত মাসের শুরুতে ৮৬ টাকা ৪৫ পয়সা ছিল। এক মাসের ব্যবধানে টাকার মান ৬ টাকা ৩৫ পয়সা কমলো।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, মঙ্গলবার বিভিন্ন ব্যাংকের কাছে প্রতি ডলার ৯২ টাকা ৮০ পয়সা দরে ৬ কোটি ৪০ লাখ ডলার বিক্রি হয়েছে। এ কারণে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয় (রিজার্ভ) নেমেছে ৪১ দশমিক ৪৪ বিলিয়নে।