এবার কোচিংয়ে পা রাখছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২১ অক্টোবর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্প্রিং চ্যালেঞ্জে মেলবোর্ন স্টারসের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান এই খবর জানিয়েছে।
ম্যাক্সওয়েল কোচ বনে গেছেন আসলে চোটে পড়ে। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে মাউন্ট মঙ্গানুইয়ে নেটে অনুশীলনের সময়ে হাতে চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল। বোলিংয়ের সময় মিচেল ওয়েনের একটি শট এসে ম্যাক্সওয়েলের হাতে লাগে। জোরালো শটে হাতের হাড়ে চিড় ধরে ম্যাক্সওয়েলের। তাই অক্টোবরের শুরুতেই হওয়া টি-টোয়েন্টি সিরিজটি তিনি খেলতে পারেননি। ভারতের বিপক্ষে ২৯ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও সংশয় আছে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে এমন অদ্ভুত চোটে ম্যাক্সওয়েলের জন্য নতুন নয়। তিন বছর আগে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে পা ভেঙেছিল তাঁর। ম্যাক্সওয়েলের বন্ধু তাঁর গায়ের ওপরে পড়েছিলেন, এ জন্য তাঁকে ছুরি-কাঁচির নিচেও যেতে হয়। এ ছাড়া ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় গলফ কার্ট থেকে পড়ে গিয়ে কনকাশন (মাথায় আঘাত) হয়েছিল তাঁর।