স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির সম্মানে অবর্জনা দিয়ে ধাতব ভাস্কর্য তৈরি করেছেন এক স্বদেশি ভক্ত। যাকে বলা হচ্ছে মেটাল মেসি। ভাস্কর্য তৈরিতে ডাস্টবিন থেকে ধাতব সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন মেসিপ্রেমি এই ভাস্কর।
লিওনেল মেসি। ফুটবলের এই মহাতারকাকে এক নামেই চেনে বিশ্ববাসী। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রাপ্তি, তবে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে ফুটবলপ্রেমীদের ভালোবাসা। সেই ভালবাসা থেকেই প্রিয় ফুটবলারের জন্য এক ধাতব ভাস্কর্য তৈরি করেছেন এক আর্জেন্টাইন ভাস্কর। ধাতবগুলো রাস্তা থেকে কুড়িয়ে আবার ডাস্টবিন থেকেও সংগ্রহ করা হয়েছে।
৪৩ বছর বয়সী এই ভাস্করের নাম আলেক্সান্দ্রো কর্নেল। আর্জেন্টিনার মার্গেরিতা বেলেন শহরের বাসিন্দা বলেন, মেটাল মেসির পুরোটাই তৈরি করা হয়েছে ছুঁড়ে ফেলে দেয়া জিনিস থেকে। কিছু জিনিস আছে যা আমরা মানুষের কাছ থেকে সংগ্রহ করেছি। কিন্তু কিছু জিনিস রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া, ডাস্টবিন থেকেও কিছু জিনিস নিয়েছি।
মেসির ভাস্কর্যটি তৈরি করতে মোট সময় লেগেছে ছয় মাস। যেখানে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর বাঁ পায়ের শট নেয়ার আইকনিক মুহূর্তটি ফুটিয়ে তোলা হয়েছে।
আলেক্সান্দ্রো বলেন, ভাস্কর্যের দিকে তাকালে দেখা যাবে বাঁ পায়ে কিক নিচ্ছেন মেসি। ফ্রি কিক কিন্তু বাঁ পায়েই নিয়ে থাকেন তিনি। আমি চেয়েছি মুহূর্তটি বিশেষ করে রাখতে। মেসিকে যখন পেনাল্টি জোনে ফাউল করা হয় আমরা সবাই নিশ্চুপ হয়ে যাই। ম্যাচ যেটাই হোক আমরা সবাই অপেক্ষায় থাকি তার গোলের। সত্যিই তিনি অসাধারণ।
আলেক্সান্দ্রোসহ স্থানীয়রা খোদ লিওনেল মেসিকে ভাস্কর্য দেখার আমন্ত্রণ জানিয়েছেন। আলেক্সান্দ্রো বলেন, আমাদের সবার স্বপ্ন একদিন মেসি আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জিতবেন। জানি এটা সম্ভব নয় তবুও সবার ই্চ্ছা মেসি নিজেই আমাদের শহরে এসে নিজের ভাস্কর্যটি দেখবেন।
শিল্পকর্মটির মোট ওজন ১১০ কেজি। মার্গেরিতা ব্যালন শহরের স্থানীয় একটি মাঠে স্থান পেয়েছে মেটাল মেসি।