কিশোরগঞ্জ, ২০ অক্টোবর (এইউজেডনিউজ২৪) : কিশোরগঞ্জের তাড়াইলে ধান ক্ষেতে পাওয়া সদ্য জন্ম নেয়া ফুটফুটে শিশুর নাম রাখা হয়েছে আবরার ফাহাদ। বুয়েটে নিহত আবরার ফাহাদের নাম অনুসারে তার এ নাম দেয়া হয়েছে।
শিশুটি রোববার (২০ অক্টোবর) আজিমপুরের ‘ছোটমণি নিবাস’ এ পাঠানোর নির্দেশ দিয়েছেন কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ওবায়দা খানম।
তাড়াইলের ইউএনও ও উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর প্রধান মো. তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আদালতের আদেশ পাওয়ার পর রোববার শিশুটিকে ‘ছোটমণি নিবাস’ এ পাঠানো হচ্ছে। শিশুটির পরিচর্যা ও ভরণ-পোষণের দায়িত্ব নেয়ার জন্য তারা ১১টি লিখিত আবেদন পেয়েছিলেন।
এর আগে গত মঙ্গলবার তাড়াইল উপজেলার পুরুরা গ্রামের উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে এই শিশুটিকে উদ্ধার করা হয়। জন্মেও পর পরই শিশুটিকে সেখানে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তখন ভর্তি রেজিস্টারে শিশুটির নাম লেখা হয় বুয়েটে নিহত ছাত্রের নামানুসারে ‘আবরার ফাহাদ’।