কুমিল্লার লালমাই উপজেলার শানিচোঁ আব্দুল বাসেত মজুমদার ট্রাস্টের উদ্যোগে প্রধানমন্ত্রীর খাদ্য উপহারের অংশ হিসেবে ১ হাজার অসহায় দুঃস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (১৪ এপ্রিল) উপজেলার আব্দুল বাসেত মজুমদার ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে অসহায় মানুষের মাঝে এ ঈদসামগ্রী বিতরণ করেন ট্রাস্টের সদস্য সচিব ও ঢাকা মেডিক্যাল কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ডা. খাদিজা ঝুমা কমপ্লেইন অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী এম সাঈদ আহমেদ রাজা। এ সময় পেরুল উত্তর ইউনিয়নের সব মেম্বার উপ¯ি’ত ছিলেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, হলুদ-মরিচের গুঁড়াসহ মোট সাড়ে ১৪ কেজির প্যাকেট। প্রয়াত সিনিয়র আইনজীবী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আবদুল বাসেত মজুমদারের সহধর্মিণী ট্রাস্টের চেয়ারম্যান রওশন জাহান মেহেরুননেছা সার্বিক তত্ত্ব¡াবধানে ট্রাস্টের সব কার্যক্রম পরিচালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবীন ট্রাস্টের সব কাজে সহযোগিতা করে থাকেন। এ ছাড়া ট্রাস্টের নিজস্ব অর্থায়নে স্বাস্থসেবায় লালমাই উপজেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আবদুল বাসেত মজুমদার ট্রাস্ট হাসপাতাল।
উল্লেখ্য, গত ২০২১ সালের ২৭ অক্টোবর সকাল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র আইনজীবী বাসেত মজুমদার। মরহুম বাসেত মজুমদার ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক। । মরহুম বাসেত মজুমদার ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক। গরিবের আইনজীবীখ্যাত মরহুম আব্দুল বাসেত মজুমদারের বড় মেয়ে ডা. খাদিজা ঝুমা ও একমাত্র ছেলে এম সাঈদ আহমেদ রাজা।
আবদুল বাসেত মজুমদার ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
আইন ও আদালত
0 Views