
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। দেশ পরিচালনার জন্য শিগগিরই সরকার গঠন করবে তালেবানের শাসকগণরা।
এমন অবস্থায় খাদ্য সংকটের বিষয়ে আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী রমিজ আলকবরাভ বুধবার (১ সেপ্টেম্বর) বলেছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আফগানিস্তানের এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আফগানিস্তানের অর্ধেকের বেশি শিশু পরবর্তী খাবারের জন্য সংগ্রাম করছে।
রমিজ আলকবরাভ চিহ্নিত করেছন যে, দেশটিতে সরকারি পরিষেবাগেুলো তাদের নির্দিষ্ট সেবা দিতে পারছেন না এবং সরকারি চাকরিজীবীরা তাদের বেতন তুলতে অক্ষম।
রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে জানা গেছে, আফগানিস্তানে দোকান ও বাজারে মজুদ থাকার পরও খাদ্যের দাম বৃদ্ধি গুরুতর বিষয়। এভাবে যদি পরিস্থিতি চলতে থাকে এবং দাম নিয়ন্ত্রণের জন্য কোনো সরকার না থাকে তাহলে স্থানীয় মানুষদের জন্য অনেক সমস্যা হবে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোয় আফগানিস্তানে খাদ্যের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যখন পেট্রোলের দাম বেড়েছে ৭৫ শতাংশ পর্যন্ত।
সূত্র : আল-জাজিরা